স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর৷৷ শাসক জোট আইপিএফটি-র ছয় সদস্যের প্রতিনিধি দল আগামীকাল আসন্ন এডিসি নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাত করতে দিল্লিতে গিয়েছেন৷ আইপিএফটির সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া, বিধায়ক বীরেন্দ্র দেববর্মা, সহ সাধারণ সম্পাদক জীতেন দেববর্মা, প্রকাশ দেববর্মা, মিন্টু দেববর্মা, মঙ্গল দেববর্মার এই প্রতিনিধি দলে রয়েছেন৷ সাংবাদিকদের সাথে আলাপকালে আইপিএফটি-এর সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জামাতিয়া বলেছেন যে নাড্ডার সাথে বৈঠকের জন্য তার সরকারি বাসভবনে আগামীকাল সন্ধ্যা সাতটায় সময় পেয়েছেন৷
মেবার কুমার জমাতিয়া জানান, আমরা নাড্ডার সাথে দেখা করে দাবী সম্পর্কে অবহিত করব এবং এডিসি নির্বাচনে আসন সমঝোতার বিষয়গুলি নির্ধারণের জন্য আলোচনা করব৷ আমরা জনতাতি ভিত্তিক দল বলে সর্বাধিক সংখ্যক আসন দাবি করব৷ আইপিপেটি নেতারাও তাদের পৃথক রাজ্য তিপ্রাল্যান্ডের দাবী, ১২৫ তম সংশোধনী পাস, ককবরকের রোমান স্ক্রিপ্ঢসহ অন্যদের দাবী জানানো হবে নাড্ডার কাছে৷