স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর।। সমস্ত জল্পনার অবসান হয়েছে৷ দুর্গোৎসবে ত্রিপুরায় জারি হবে না নৈশকালীন কার্ফিউ৷ ইতিপূর্বে নৈশকালীন কার্ফিউ জারির সিদ্ধান্ত হলেও পরিস্থিতি পর্যালোচনা করে তার প্রয়োজনীয়তা বোধ করছে না ত্রিপুরা সরকার৷ তবে অন্যান্য বছরের মতোই সন্ধ্যার পর আগরতলার রাস্তায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করবে ট্রাফিক দফতর৷ বুধবার এ-বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব মনোজ কুমার৷ তবে, স্থানীয় পরিস্থিতির ভিত্তিতে সংশ্লিষ্ট জেলাশাসক কার্ফিউ জারি করতে পারবেন৷ এ-ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত জেলাশাসকের উপর নির্ভর করবে৷ মুখ্যসচিবের নির্দেশ, আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাশাসক পুলিশের সাথে সমন্বয় রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখবেন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় দুর্গোৎসবে করোনা-প্রকোপের বিষয়টি ভাবনায় রেখে কার্ফিউ জারির দাবি উঠেছিল৷
বিভিন্ন মহল, বিশেষ করে চিকিৎসককুল চাইছেন ত্রিপুরায় দুগর্োৎসবে কারফিউ জারি করুক রাজ্য সরকার৷ কিন্তু ত্রিপুরা সরকারের যুক্তি, নৈশকালীন কার্ফিউ জারি করা হলে দিনের অন্য সময় প্রচণ্ড ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাতে পরিস্থিতি বিপরীত হওয়ার আশঙ্কা করছে রাজ্য সরকার৷ তাই রাজ্যব্যাপী কার্ফিউ জারি করা হবে না বলে আজ বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব৷