স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর৷৷ শারদ উৎসব উপলক্ষে গরিব পরিবারগুলোকে ব্যক্তিগত ভাবে ১০০০টাকা করে তুলে দিলেন বিধায়ক কৃষ্ণধন দাস৷ বুধবার পরিস্থিত নিজ বাসভবনে এ টাকা তুলে দেওয়া হয়৷ বামুটিয়া বিধানসভার এলাকার ৫৩ টি বুথের ৬০০ পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করেন বিধায়ক কৃষ্ণধন দাস৷ বিধায়ক কৃষ্ণ দাস জানান তার বিধানসভা এলাকায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সংকটে পড়েছেন৷
শারদ উৎসবে অন্যান্য বছরের মতো তারা অর্থের অভাবে জামা-কাপড় কিনতে পারছেন না৷ তাদের কাছে উৎসবের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে৷ এ কথা মাথায় রেখেই বিধায়ক কৃষ্ণ ধন দাস ব্যক্তিগতভাবে প্রত্যেক পরিবারকে এক হাজার টাকা করে পূজা উপলক্ষে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন৷ বিধায়কের এধরনের জনদরদি কাজে ভূয়শী প্রশংসা করেছেন এলাকার মানুষজন৷