স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর।। দুর্গোৎসবকে ঘিরে সারা ত্রিপুরায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিশেষ করে রাজধানী আগরতলাকে নিরাপত্তার চাদরে মোড়ে দিতে অতিরিক্ত ৩০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে৷ তারা আগরতলায় নিরাপদে শারদোৎসব পালনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা করবেন৷এ-বিষয়ে বুধবার পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার মানিক দাস বলেন, দুর্গোৎসবে নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ আজ সংশ্লিষ্ট সবাইকে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, পুলিশের বিভিন্ন পদাধিকারী সমস্ত কাজ বুঝিয়ে দিয়েছেন তাঁদের৷ আজ তিনি জানান, পুলিশ-টিএসআর ছাড়াও সিআরপিএফ জওয়ানরা আগরতলায় আইন-শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক রাখার দায়িত্বে নিয়োজিত থাকবেন৷ পশ্চিম জেলা পুলিশ সুপারের বক্তব্য, সীমান্ত সুরক্ষিত রাখার প্রশ্ণে বিএসএফ-কে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, দুর্গোৎসবে সীমান্তে আরও কঠোর নজরদারি চালানো হবে৷ তিনি বলেন, দুগর্োৎসব শান্তিতে পালনে পুলিশের তরফে সমস্ত আয়োজন করা হয়েছে৷