নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ সারা দেশের সাথে রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় পুলিশ মরণ দিবস উদযাপিত হয়েছে৷ অরুন্ধতীনগরস্থিত পুলিশ লাইনে আরক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যসচিব মনোজ কুমার, আরক্ষা দপ্তরের প্রধান সচিব বরুণ কুমার সাহু, পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ এই মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ পুলিশ ম’তি মারকে পুপস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশব্যাপী ২১ অক্টোবর দিনটিকে পুলিশ মরণ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে৷
দেশের বীর জওয়ান যারা দেশের সেবা করতে গিয়ে নিজেদের আত্মবলিদান দিয়েছেন আজেকের দিনটিতে আমরা সেইসব বীর শহীদদের মরণ করে শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার পরিজনদের সম্মান জানানো হয়৷ দেশের অখণ্ডতা রক্ষায় বীর জওয়ানদের আত্মবলিদান কখনও ব্যর্থ হবেনা বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের যেসব বীর জওয়ান তাদের কর্তব্য পালন করতে গিয়ে শহীদ হয়েছেন রাজ্য সরকার সব সময় তাদের পরিবারের পাশে রয়েছে৷ উল্লেখ্য, ১ সেপ্ঢেম্বর থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সারাদেশে সেনা, আধাসেনা এবং পুলিশ জওয়ানগণ যারা দেশের সেবা করতে গিয়ে শহীদ হন এই দিনটিতে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷
গত ২০১৯ সালের ১ সেপ্ঢেম্বর থেকে ২০২০ সালের ৩১ আগস্ট পর্যন্ত সেনা, আধাসেনা এবং পুলিশ জওয়ান সহ মোট ২৬৪ জন দেশের সেবায় শহীদের মৃত্যু বরণ করেছেন৷ এরমধ্যে রাজ্যের ২ জন জওয়ানও রয়েছেন৷ আজ তাদের সকলের প্রতিই শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিগণ৷