স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২১ অক্টোবর৷৷ রবিবার রাতে উদয়পুর চন্দ্রপুর কলোনি ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বিজেপি কর্মকর্তা রাকেশ শর্মাকে খুন করা ও রাকেশের বাবা, কাকা, ছোট ভাই সহ পরিবারের ৩ জনকে আহত করার ঘটনার খবর নিতে এবং নিহতের পরিবারের পাশে দাঁড়াতে সমবেদনা জানাবার জন্য গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাছাড়া গেলেন মাতাবাড়ি এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব৷ শ্রীমতি ভৌমিক নিহত রাকেশ শর্মার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করবে৷ তিনি বলেন নিহত পরিবারের পাশে বিজেপি দল আছে এবং আগামী দিনেও থাকবে৷
নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ বামফ্রন্ট দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থেকে, ক্ষমতা হারিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের খুন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা হতে দেওয়া হবে না বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ সাংসদ প্রতিমা ভৌমিক শান্তনা দেবার সময় নিজে চোখের জল ধরে রাখতে পারেনি ৷ নিহত রাকেশ শর্মার বাবা ও এক ভাই এখনও গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ তিনি আরো জানান পুরো ঘটনাটি সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত আছেন৷ রাকেশের মৃত্যুতে উদয়পুর ও চন্দ্রপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷