বাইপাস রোড এলাকায় মাফিয়াদের মারধরে এক ব্যক্তি গুরুতরভাবে আহত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর৷৷ শ্রীনগর থানা এলাকার বাইপাস রোড এলাকায় মাফিয়াদের তাণ্ডবে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত ব্যক্তির নাম কালিপদ সাহা৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে এলাকায় তাদের একটি হোটেল রয়েছে৷ হোটেলে গিয়ে এই মাফিয়ারা হোটেলের মালিক কালিপদর সাহাকে বেধড়ক মারধর করে৷ এ ব্যাপারে শ্রীনগর থানায় কালিপদর এবং তার পরিবারের লোকজন রা সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ ঘটনা যোগেন্দ্র নগর এর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব সংলগ্ণ মালাকার পাড়ায়৷অভিযুক্তরা হল রাজেশ সাহা ,আকাশ রায় ও সুশান্ত চক্রবর্তী৷

শ্রীনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন৷ জানা গেছে নব্য মাফিয়ারা এলাকায় বেশ কিছুদিন ধরেই তানব শুরু করেছে৷ এ ধরনের তাণ্ডবের ফলে এলাকার মানুষজন অতিষ্ঠ হয়ে পড়তে শুরু করেছেন৷এলাকার শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখার স্বার্থেই মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেন এলাকার শান্তিপ্রিয় মানুষজন মনে করেন৷পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে আরক্ষা প্রশাসনকেই এজন্য দায়ী থাকতে হবে বলে তারা প্রকাশ্যে অভিমত ব্যক্ত করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?