স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর।। বুধবার পূর্বোদয়া সামাজিক সংস্থার উদ্যোগে রাধানগর স্থিত হার্ট অফ হিউম্যানিটি পক্ষ থেকে রিক্সা শ্রমিকদের ত্রান সামগ্রী, মাক্স এবং বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নিতি দেব। তিনি বক্তব্য রেখে বলেন, সমাজের প্রতি প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে। একইভাবে প্রত্যেকটা রিকশা চালকের দায়িত্ব রয়েছে। যাতে প্রত্যেককে যাত্রীকে নিজের পরিবারে মানুষ মনে করে সুরক্ষিতভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেয়, আহ্বান জানান নিতি দেব। আর আসন্ন দুর্গাপূজা বর্তমান করোনা পরিস্থিতির জন্য প্রত্যেকে যাতে ঘরে থেকে পরিবারের সাথে আনন্দ উপভোগ করেন।
এবং সোশ্যাল মিডিয়া নেগেটিভ ব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান তিনি। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের অবদান নিয়ে প্রশংসা জানান। তিনি বলেন সাংবাদিকরা রাজ্যের প্রতিটা মানুষের কাছে প্রতিদিনের খবর পৌঁছে দিতে পরিশ্রম করে চলেছে। তাই সংবাদমাধ্যমকে সৎ পথে থাকার জন্য বলেন তিনি। আরো বললেন সংবাদমাধ্যমের তৃতীয় চোখ কলম, আর এটা যাতে সত্যের সাথে থাকে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সামাজিক সংস্থার সভানেত্রী সহ অন্যান্যরা।