স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর।। ত্রিপুরায় সাপ্তাহিক করোনা আক্রান্তের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। সেপ্টেম্বরে-র প্রথম সপ্তাহে যেখানে আক্রান্তের হার ছিল ১৩.০৯ শতাংশ। তা এখন কমে দাঁড়িয়েছে ৫.৮০ শতাংশ। ত্রিপুরা সরকার এই সাফল্য সত্ত্বেও জনসাধারণ-কে অতি উৎসাহী না হওয়ার জন্য আবেদন জানিয়েছে। আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সুভাশিষ দেববর্মা বলেন, ত্রিপুরায় ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সাপ্তাহিক করোনা আক্রান্তে নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। এক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ১ থেকে ৭ সেপ্টেম্বর করোনা আক্রান্তের হার ছিল ১৩.০৯ শতাংশ। তা ধীরে ধীরে কমতে শুরু হয়েছে।
সে- মোতাবেক করোনা আক্রান্তের হার ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ১১.৫১ শতাংশ, ১৫ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ১১.৬৩ শতাংশ, ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ১০.৮৫ শতাংশ, ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ১১.৭৭ শতাংশ, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর ৮.২১ শতাংশ এবং ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর ৫.৮০ শতাংশ।এদিকে, করোনাক্রান্তে ত্রিপুরায় মৃতের সংখ্যা গত মাসের তুলনায় কমেছে। সেপ্টেম্বরে ত্রিপুরায় ১৬৮ জনের করোনাক্রান্তে মৃত্যু হয়েছিল। সেই তুলনায় এ-মাসে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তবে, ত্রিপুরায় এখন পর্যন্ত ৩২৯ জেনে করোনাক্রান্তে মৃত্যু হয়েছে।