স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ অক্টোবর।। শারদ উৎসবের প্রাক্কালে রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় মদ বিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। রামনগরের পিসি ইটভাটা ও ক্যান্টনমেন্ট রোড এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পশ্চিম থানার পুলিশ এবং রামনগর আউটপোস্ট এর পুলিশ প্রচুর পরিমাণ বিদেশী মদ ও দেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মদ বিরোধী অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।মদ বিরোধী অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দৃষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। আগামী দিনগুলিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।উল্লেখ্য শারদ উৎসব কে অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যেই অভিযান জোরদার করা হয়েছে বলে জানানো হয়।