স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ অক্টোবর।। বাসের ভাড়া বৃদ্ধিতে সায় দিল না ত্রিপুরা সরকার। তবে, বাসে সম্পূর্ণ ধারণক্ষমতা-র যাত্রী নিয়ে চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে ওই অনুমোদন দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, করোনা-র প্রকোপে সকলের অংশের মানুষের ক্ষতি হয়েছে।
সেক্ষেত্রে বাস মালিকরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা অস্বীকার করার কোন সুযোগ নেই। কিন্তু, ভাড়া বৃদ্ধির দাবি যাত্রী বাস পরিষেবা বন্ধ রাখাও সরকার মেনে নিতে পারে না। তাই, আজ মন্ত্রিসভার বৈঠকে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পূর্ণ ধারণক্ষমতা-র যাত্রী নিয়ে বাস চালাতে অনুমোদন দেওয়া হয়েছে, জানান তিনি। তাঁর কথায়, দেশের বিভিন্ন রাজ্যে বাস যাত্রায় সম্পূর্ণ ধারণক্ষমতা-র যাত্রী পরিবহনে অনুমতি রয়েছে। কেন্দ্রের নয়া স্বাস্থ্যবিধি মেনেই ওই অনুমোদন দেওয়া হয়েছে। তাই, ত্রিপুরাতেও বাস পরিবহন শিল্প-কে বাঁচিয়ে রাখার জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আজ বাস মালিক এবং শ্রমিক-দের বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক হয়েছে। তাঁদের সমস্যা ত্রিপুরা সরকার তাদের কাছ থেকেই জেনেছে। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন তিনি আশ্বাস দেন, আগামীকাল থেকে বাস পরিবহনে কোন সমস্যা হবে না।
যাত্রী-রা আগের মতোই যাতায়াত করতে পারবেন। তবে, এই মুহুর্তে ভাড়া বাড়ানো হবে না। তিনি বলেন, ভাড়া বৃদ্ধির জন্য কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ মেনে ভাড়া বৃদ্ধি করা হবে। তবে, তাতে কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে, বলেন তিনি।