স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ অক্টোবর।। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে বর্তমান রাজ্য সরকার সদর্থক চিন্তাভাবনা নিয়ে কাজ করছে৷ বর্তমান ছাত্র সমাজকে গুণগত শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সবকা সাথ, সবকা বিকাশ যেমন বাস্তবায়িত হবে তেমনি সবার বিশ্বাস অর্জন করাও সম্ভব হবে৷ আজ আগরতলার রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷
বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, গুণগত শিক্ষার জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষকের প্রয়োজন৷ বর্তমান সরকার শিক্ষার বিকাশে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে৷ নতুন সরকারের আড়াই বছর সময়কালেই এনসিইআরটি সিলেবাস চালু, এপ্রিল থেকে মার্চ শিক্ষাবর্ষ, ৪,৪০০টি বিদ্যালয়ের জন্য কেন্দ্রীয় প্রশপত্র, বৃত্তিমূলক শিক্ষা, স্পোকেন ইংলিশ, বছর বাঁচাও কর্মসূচি শুরু করা হয়েছে৷ এনসিইআরটি-র মাধ্যমে ৩০,০০০ শিক্ষকের ট্রেনিং দেওয়া হয়েছে৷ এছাড়া ছাত্রছাত্রীদের পড়াশুনার প্রতি আক’ষ্ট করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, বি এড অনুপ্রেরণা যোজনা, সুুপার ৩০ চালু করা হয়েছে৷
উচ্চশিক্ষায় ট্রিপল আইটি, ৩৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্ল্যাসমেন্ট সেল, টিআইটি-তে এমটেক, ৪টি নতুন ডায়েট কলেজ চালু করা হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক সুুরজিৎ দত্ত, কাউন্সিলার ডালিয়া সিংহা৷ এছাড়াও উপস্থিত ছিলেন টিআরটিসি-র চেয়ারম্যান দীপক মজমদার, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী তাপস কুমার দেব প্রমুখ৷