স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২০ অক্টোবর।। বড়পাথরি সিপিআইএমপার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ সূত্রে জানা গেছে দুর্বৃত্তরা পার্টি অফিসের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে যাবতীয় জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় থানায় সিপিআইএমের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম পার্টি অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ এবং দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা হুজ্জোতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।