স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর।। সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে সিভিল সার্ভিসে উত্তীর্ণ ত্রিপুরার মেয়ে শতাব্দী মজুমদার। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।প্রসঙ্গত, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। চালু করা হয়েছিল ‘লক্ষ্য’প্রকল্প। এই প্রকল্পে সরকারের তরফে এক লক্ষ টাকা করে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।খোয়াই জেলার খোয়াই-র বাসিন্দা শতাব্দী মজুমদার সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়েছেন। তিনি ৮০তম স্থান অধিকার করেছেন। তা ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার আরও দুই যুবক ইউপিএসসি-র মেনস স্তর পর্যন্ত সাফল্যের সঙ্গে পৌঁছেছেন।
শতাব্দীকে এই সাফল্যে পৌঁছতে অনেক বাধাবিপত্তি অতিক্রম করতে হয়েছে। এই গোটা প্রক্রিয়ায় ত্রিপুরা সরকার এবং প্রশাসন তাঁর পাশে দাঁড়িয়েছে।সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শতাব্দী। অনেক প্রতিকূলতা জয় করেই তাঁকে এই জায়গায় পৌঁছতে হয়েছে। সেখান থেকে এই সাফল্য ত্রিপুরার গর্ব। তাঁর এই হার না মানা লড়াকু মনভাবকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মনে করেন, তাঁর এই সাফল্য অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে শতাব্দী যেখানেই যান ত্রিপুরার নাম উজ্বল করবেন। মা ত্রিপুরাসুন্দরীর কাছে আমি তাঁর উজ্বল ভবিষ্যৎ কমনা করি। আমি ফোনে তাঁকে অভিনন্দন জানিয়েছি, টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার যুব সম্প্রদায়ের কাছে শতাব্দী অনুপ্রেরণা হয়ে উঠবেন। আমাদের রাজ্যের আরও এক তরুণ ধীমান চাকমাও সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়েছেন। শতাব্দীর এই অগ্রগতির ক্ষেত্রে খোয়াইয়ের জেলাশাসক-সহ যে সমস্ত সরকারি আধিকারিকরা উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন।