রক্তদানের মাধ্যমেই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব : খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খোয়াই, ২০ অক্টোবর।। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে আজ খোয়াই’র স্বপনপুরী অতিথি নিবাসের কনফারেন্স হলে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের উদ্বোধন করেন খাদ্য ও ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব৷ উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীদেব বলেন, রক্তদান মহৎদান, এর থেকে বড়দান আর কিছুই হতে পারে না৷ একজনের রক্ত অন্যজনের প্রাণ বাঁচাতে পারে এবং রক্তদানের মাধ্যমেই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব৷

তিনি বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে রক্তদানের মত মহৎ প্রশংসনীয় উদ্যোগ৷ তিনি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে গঠনমূলক সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন৷ বিধায়ক পিনাকী দাস চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সাংবাদিকগণ পেশার বাইরে গিয়ে সমাজের জন্য কিছু করতে ও রোগীর রক্তের সমস্যা সমাধানে এই উদ্যোগ প্রশংসার দাবী রাখে৷ অনুষ্ঠানের জিলা পরিষদ সদস্য সুুবত মজমদার, রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত৷ নিউজ ভ্যানগার্ডের সম্পাদক সেবক ভ-াচার্য, জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত জেলা হাসপাতাল সুুপার ডা. অরিন্দম দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন৷

স্বাগত ভাষণ দেন জার্নালিস্ট ইউনিয়নের মহকুমা কমিটির সম্পাদক শেখর ভ-াচার্য৷ অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী সমীর দাস, মনোজ দেব, পশ্চমি গণকী পঞ্চায়েতের উপপ্রধান অনিমেষ নাগ প্রমুখ৷ সভাপতিত্ব করেন জার্নালিস্ট ইউনিয়ন মহকুমা কমিটির সহ সভাপতি বাসুুদেব ভ-াচার্য৷ রক্তদান শিবিরে ১৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে ভারপ্রাপ্ত জেলা হাসপাতাল সুুপার ডা. অরিন্দম দেববর্মা জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?