স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ অক্টোবর।।ওনাম উৎসবে জনসমাগম কেরালায় করোনা-র লাগামহীন বৃদ্ধি ঘটিয়েছে। ঠিক তেমনি, ত্রিপুরায় শারদোৎসবে-র পর করোনা আক্রান্তের সংখ্যায় একই হারে বৃদ্ধি লক্ষ্য করা যাবে বলে আশঙ্কা প্রকাশ করল স্বাস্থ্য দফতর। শুধু তাই নয়, দুর্গোৎসবের পর ত্রিপুরায় করোনা-র লাগামহীন বৃদ্ধি-র আশঙ্কায় যথেষ্ট চিন্তিত দফতর। তাই, করোনা-র প্রকোপ প্রতিহত করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য দফতর। আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশীষ দেববর্মা উদ্বেগের সুরে বলেন, দুর্গোৎসব-কে ঘিরে সম্প্রতি মানুষের ভীড় আগামীদিনে বড় বিপদের অশনি সংকেত দিচ্ছে। তাঁর কথায়, বাজারে অস্বাভাবিক ভীড় লক্ষ্য করা যাচ্ছে।
তাতে, দুর্গোৎসবের ৪টি দিন পূজা মন্ডপে প্রচন্ড ভীড় হবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে। ফলে, দুর্গোৎসবের পর ত্রিপুরার করোনা পরিস্থিতিও কেরালার মতোই হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এদিন তিনি কেরালায় ওনাম উৎসব-কে ঘিরে ১০ দিন অন্তর করোনা আক্রান্তের এক তথ্য তুলে ধরেছেন। তাতে দেখা গেছে, ওনাম উৎসব শুরু হওয়ার পূর্বে ২ আগস্ট কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৫,৯১২ জন। ওনাম উৎসব শুরু হওয়ার সাথেই তা ক্রমশ বাড়তে শুরু করেছে। তথ্য অনুসারে কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ আগস্ট ৩৮,১৪৫ জন, ২২ আগস্ট ৫৬,৩৫৫ জন, ২ সেপ্টেম্বর ৭৮,০৭৩ জন, ১২ সেপ্টেম্বর ১,০৫,১৪০ জন, ২২ সেপ্টেম্বর ১,৪২,৭৫৭ জন, ২ অক্টোবর ২,১৩,৫০০ জন, ১২ অক্টোবর ২,৯৫,১৩৩ জন এবং ২১ অক্টোবর ৩,৫৩,৪৭৩ জন হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২ আগস্ট থেকে ২১ অক্টোবর-র মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩,২৭,৩৬১ জন।
স্বাস্থ্য অধিকর্তা বলেন, করোনা আক্রান্তের পাশাপাশি কেরালায় ওই সময়ের মধ্যে মৃতের সংখ্যায় মারাত্মক বৃদ্ধি পেয়েছে। কেরালায় ২ আগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৮৩ জন। তা ২১ অক্টোবর পর্যন্ত বেড়ে হয়েছে ১২০৭ জন। উৎসব-কে ঘিরে করোনা-র মারাত্মক প্রকোপ বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক বলেই দাবি করেন তিনি। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় দুর্গোৎসব-কে ঘিরে এমনই পরিস্থিতি দেখা দেওয়া অস্বাভাবিক নয়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি কেরালা-র মতোই ভয়াবহ আকার নিলে ত্রিপুরাবাসী ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবেন। তাই, দুর্গোৎসবের আনন্দ স্বাস্থ্যবিধি মেনে উপভোগ করুন, আহ্বান রাখেন তিনি।