স্টাফ রিপোর্টার, বক্সনগর, ২০ অক্টোবর।। রহিমপুর বাজারে পাচার সামগ্রী আটক করতে গিয়ে ধুন্দুমার কাণ্ড ঘটেছে ব্যবসায়ী এবং বিএসএফ এর মধ্যে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিএসএফের জওয়ানরা শূন্যে গুলি চালিয়েছে বলেও খবর মিলেছে।
ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত গ্রাম এবং সিমান্তবাজার রহিমপুর তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতিতে কে সতর্ক দৃষ্টি রেখে চলেছে পুলিশ।সংবাদপত্রে জানা গেছে বিএসএফ জওয়ানরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রহিমপুর বাজারের এক ব্যবসায়ীর দোকানের তল্লাশি চালায়।তাদের কাছে খবর ছিল রহিমপুর বাজারের এক ব্যবসায়ীর দোকানে পাচারের উদ্দেশ্যে প্রচুর সামগ্রী মজুদ করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে মজুত রাখা এই সব সামগ্রী বাজেয়াপ্ত করার জন্যই বিএসএফ জওয়ানরা অভিযান চালাতে যায়।
তখন ঐ বিএসএফ জওয়ানদের বাতাসে দোকানের মালিক সহ কিছু লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু করে হাতাহাতি শুরু হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।একসময় আত্মরক্ষার জন্য বিএসএফ জওয়ানরা শূন্যে গুলি চালায় বলে জানা যায়।দোকান থেকে লক্ষাধিক টাকার পাচার সামগ্রী উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।উল্লেখ্য রহিমপুর সীমান্ত দিয়ে প্রতিদিনের নেশাজাতীয় সামগ্রীসহ মূল্যবান সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে। রহিমপুর সীমান্ত দিয়ে পাচার বাণিজ্যের মৃগায়াক্ষেত্রে পরিণত হয়েছে।