স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ অক্টোবর।। দুর্গাপূজা উপলক্ষে এবছর রাজ্য সরকারের যে বিধি নির্দেশিকা আছে সেই নিয়ম মেনে এবার পুজো করছে শান্তি পাড়ার ঐকতান যুব সংস্থা। প্রবাসীদের সুবিধার্থে শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা অনলাইনে মায়ের অঞ্জলি ও দর্শনের ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পাওয়া গেছে।
আগামী ষষ্ঠী থেকে নবমী পূজা পর্যন্ত অনলাইনে অঞ্জলি ও দর্শন -এর ব্যবস্থা করা হয়েছে বলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান পূজা কমিটি সম্পাদক সুজিত রায়। তিনি আরো বলেন, পুজোতে দর্শনার্থীদের অবশ্যই মাক্স পরিধান করে আসতে হবে।পাশাপাশি পুজো মণ্ডপ নিয়মিত সেনিটাইজের ব্যবস্থা রাখা হয়েছে। এবছর চাঁদা সংগ্রহ না করে ঐকতান যুব সংস্থা পুজো অনুষ্ঠিত করবে। পাশাপাশি দর্শনার্থীদের দৈহিক দূরত্ব বজায় রাখা আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অশোক কুমার, সভাপতি পি বণিক সহ অন্যান্যরা।