স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ অক্টোবর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন জগতপুরে মার্কেট স্টলের শিলান্যাস করলেন সাংসদ প্রতিমা ভৌমিক।এদিন মার্কেট স্টলের শিলান্যাস করে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন রাজ্য সরকার প্রতিটি বেকার যুবক যুবতীকে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন এলাকায় মার্কেট স্টল তৈরি করে বেকারদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।
সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য বেকার যুবক যুবতীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি বলেন সরকারি চাকরির সীমাবদ্ধতা রয়েছে।প্রত্যেকেই সরকারী চাকুরীর আশায় না ঘুরে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করতে অনুরোধ জানিয়েছেন সংসদ প্রতিমা ভৌমিক। তিনি বলেন বেকার যুবক যুবতীরা স্বাবলম্বী হলে স্বনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে।রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বনির্ভর ত্রিপুরা গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে বেকারদের মার্কেট স্টল তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পাশাপাশি বেকাররা যাতে ঋণ গ্রহণ করে ব্যবসা-বাণিজ্য করতে পারেন সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।