স্টাফ রিপোর্টার, অমরপুর, ১৯ অক্টোবর।। অমরপুর মোটর স্ট্যান্ড এলাকা থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সংবাদ সূত্রে জানা গেছে গাঁজাসহ এক যুবক ওমরপুর মোটর স্ট্যান্ড অপেক্ষা করছিল। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ অমরপুর মসজিদে হানা দিয়ে অভিযুক্ত যুবকের জালে তুলতে সক্ষম হয়েছে। তার কাছ থেকে বেশকিছু পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। আটক গাজা পাচারকারী যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বীরগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে পাচারের উদ্দেশ্যে সে শুধু কজ নিয়ে যাওয়ার জন্য মোটর স্ট্যান্ড অপেক্ষা করছিল। বিষয়টি জনগণের নজরে আসায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত পীরগঞ্জ থানার পুলিশ এসে তাকে পাকড়াও করতে সক্ষম হয়েছে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে।