স্টাফ রিপোর্টার, বিশলগড়, ১৯ অক্টোবর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ বিশ্রামগঞ্জ আই টি আই-র সন্নিকটে মৎস্য দপ্তরের নবনির্মিত দ্বিতল মৎস্যচাষ জ্ঞানকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে৷ উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত৷ মৎস্যচাষ জ্ঞানকেন্দ্রের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, রাজ্যে মাছের ব্যাপক চাহিদা রয়েছে৷ রাজ্যের চাহিদা পূরণ করতে গিয়ে বহি:রাজ্য থেকে মাছ আমদানি করতে হয়৷ তাতে রাজ্যের অনেক অর্থ বর্হিরাজ্যে চলে যায়৷ রাজ্যে মৎস্য দপ্তর বৈ’ানিক পদ্ধতিতে মাছচাষে মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে৷ রাজ্যে মাছের উৎপাদনও বাড়ছে৷ তিনি বলেন, মাছচাষকে বাণিজ্যিক রূপ দিতে হবে৷
মাছের উৎপাদন আরও বাড়াতে হবে যাতে অদূর ভবিষ্যতে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পর্ণ হয়ে বর্হিরাজ্যে মাছ রপ্তানী করা যায়৷ উপমুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন মৎস্যচাষ জ্ঞানকেন্দ্রের থেকে গ্রামের সাধারণ মৎস্যজীবীগণ প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষে উৎসাহিত হবেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মৎস্য মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, এই জ্ঞানকেন্দ্রের মাধ্যমে মৎস্যচাষিগণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষের বিষয়ে মৎস্যদপ্তরের আধিকারিক এই জ্ঞানকেন্দ্রের সঙ্গে মতবিনিময় করতে পারবেন৷ তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে সারা বছর মাছচাষ করার জন্য মৎস্যদপ্তর বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন৷ তার সুুফলও পাওয়া যাচ্ছে৷ ইতিমধ্যেই রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে৷ তিনি জানান, ডম্বর জলাশয়, রুদ্রসাগর, উদয়পুরের সুুখসাগরকে ভিত্তি করে রাজ্যে মৎস্যচাষে উজ্জল সম্ভাবনা রয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন অদূর ভবিষ্যতে ত্রিপুরা মৎস্যচাষে স্বয়ংসম্পর্ণ হবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের যুগ্ম অধিকর্তা অবণী দেববর্মা, সমাজসেবী রাজকুমার দেবনাথ প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন উপধিকর্তা ক্ষিতীশ দেববর্মা৷ উল্লেখ্য, মৎস্যদপ্তরের ৬ জন কর্মী নিয়ে এই মৎস্য জ্ঞানকেন্দ্রের আজ থেকে চালু হয়েছে৷ এখানে যারা মৎস্যচাষের প্রশিক্ষণ নিতে আসবেন তাদের জন্য এই কেন্দ্রেই থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে৷ ১০ কক্ষ বিশিষ্ট এই ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫০ লক্ষ টাকা৷