স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১৯ অক্টোবর।। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এর বরইতলা এলাকার এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবকের নাম নরেন্দ্র সিনহা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সংবাদে জানা গেছে রবিবার দুপুর নাগাদ নরেন্দ্র সিনহা এবং অঞ্জন সিনহা নামের দুই যুবক কবিরাজের বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে অঞ্জন সিনহা বাড়িতে ফিরে আসলো নরেন্দ্র সিনহা বাড়িতে ফিরে আসেনি। তাতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে।
অঞ্জন সিনহাকে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে কোনো লোক খুঁজে পায়নি স্থানীয় জনগণ। বিষয়টি পানিসাগর থানার পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এ ব্যাপারে তৎপরতা শুরু করেছে। কিন্তু ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ নিখোঁজ যুবকের কোনো সন্ধান পায়নি। ফলে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে।নরেন্দ্র নগরের বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে নিখোঁজ নরেন্দ্র সিনহা কে খুজে বের করার জন্য তৎপরতা শুরু করেন। তারা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেছেন।কিন্তু রাতের সংবাদ লেখার সময় পর্যন্ত নিখোঁজ নরেন্দ্র সিনহা র হদিস পাওয়া যায়নি। ফলে এলাকার জনমনে সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। অবিলম্বে নিখোঁজ যুবকের উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।