স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৯ অক্টোবর।। ছাগল চুরির ঘটনায় গ্রেফতার এক যুবক। ধৃত যুবককে গন ধোলাই দিল সাধারণ জনগণ। ঘটনা কল্যাণপুর থানা এলাকার বাজার কলোনিতে। অভিযুক্ত গ্রামের যুবক তপন গোপ। মিনতি দেববর্মার অভিযোগ ওনার একটি ছাগল চুরি করে নিয়ে যায় তপন গোপ। আগরতলার চন্দ্রপুর থেকে ছাগল সমেত যুবক তপন গোপকে আটক করে সাধারণ মানুষ। তার পর খবর দেওয়া হয় কল্যাণপুরে। আগরতলা থেকে কল্যাণপুরে নিয়ে যাওয়া হয় ধৃত যুবককে। ছাগলের মালিক মিনতি দেববর্মা রবিবার রাতে কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এইদিকে এলাকার লোকজন গনধোলাই দিয়ে ঐ যুবককে কল্যাণপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। সোমবার ধৃত তপন গোপ-কে খোয়াই আদালতে সোপর্দ করা হয়।