স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৯ অক্টোবর।। দুর্গাপূজার প্রাক লগ্নে পরিকল্পিতভাবে খুন হল এক যুবক। আহত আরও ৩। ঘটনা গোমতী জেলার উদয়পুর মহাকুমার চন্দ্রপুর কলোনি আশ্রমটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এলাকার মেঘনাথ দাস। দিপঙ্কর শর্মার ছেলে রাকেশ শর্মার সাথে কথা কাটাকাটি নিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কিল-ঘুষি এবং ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয় দিপঙ্কর শর্মা সহ তার ছেলে রাকেশ শর্মা, বিশ্বজিৎ শর্মা ও আরো একজন শুশঙ্কর শর্মা। তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দিপঙ্কর শর্মার ছেলে রাকেশ শর্মার মৃত্যু হয়।
এই দিকে এই মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। নেমে এসেছে শোকের ছায়া। মৃত রাকেশ শর্মার একটি ছয় মাসের সন্তানও রয়েছে। এদিকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর মহাকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, রাধাকিশোরপুর থানার ওসি রাজিব দেবনাথ সহ পুলিশ কর্মীরা। পুলিশ এই ঘটনায় একটি হত্যার মামলা রজু করে তদন্তে নেমেছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।