স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ অক্টোবর।। যাত্রী পরিবহন ও যাত্রী ভাড়া নিয়ে ঝামেলার জেরে বাস চালক ও মালিকদের গাড়ি চালানো বন্ধ করা নিয়ে এইবার মুখ খুললেন পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু বাস মালিক বা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সরকারের নিকট কোন দাবি জানানো হয়নি। এই ভাবে চলতে দেওয়া যায় না। সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে তা শেষ করতে হবে।
তাই তিনি বাস মালিক ও শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান জানান। যাত্রী পরিবহন ও ভাড়া নিয়েও স্পষ্ট জানান তিনি। তিনি বলেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বাস মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে স্বাভাবিক ভাবে যাত্রী পরিবহনের জন্য। তবে অতিরিক্ত যাত্রী পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সকলে ক্ষতিগ্রস্ত। সকলের রোজগার কমেছে। তাই এই পরিস্থিতিতে যাত্রী ভাড়া বৃদ্ধি করা সম্ভব নয়। তবে কোন যাত্রী চাইলে দুইটি সিটের ভাড়া দিয়ে নিজের ইচ্ছায় একটি সিটে বসতে পারবে। সর্বোপরি তিনি সমস্যার সমাধানের জন্য বাস মালিক ও শ্রমিকদের আলোচনায় বসার আহ্বান জানান।