স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ অক্টোবর।। বিশালগড় মহকুমার চড়িলাম বাজারে আজ খুচরো মৎস্য বিপনন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই মৎস্য বিপনন কেন্দ্রের উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ মৎস্য বিপনন কেন্দ্রের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার অগ্রাধিকার দিয়েছে৷ এজন্য মৎস্যচাষিদের বিজ্ঞানসম্মতভাবে মাছচাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে মৎস্যচাষ একটি অগ্রণী ক্ষেত্র৷ মৎস্যচাষের মাধ্যমে দ্রত স্বনির্ভর হওয়া যায়৷ তিনি এই মৎস্য বিপনন কেন্দ্রটির সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য বাজার কমিটির প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানে প্রধান অতিথি নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, এই মৎস্য বিপনন কেন্দ্রটি মৎস্য দপ্তরের আর আই ডি এফ প্রকল্পে নির্মাণ করা হয়েছে৷
এজন্য ব্যয় হয়েছে ২৫ লক্ষ টাকা৷ তিনি বলেন, চড়িলাম ব্লকে মৎস্যচাষের জন্য ৩ হাজারের উপর জলাশয় রয়েছে৷ এসমস্ত জলাশয়ে আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ করলে মাছের উৎপাদন দ্রত বৃদ্ধি পাবে৷ তিনি বলেন, মৎস্যচাষিদের স্বনির্ভর করে তুলতে বর্তমান সরকার অগ্রাধিকার দিয়েছে৷অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশালগড় মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক শ্যামল রায়৷ সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখি কর দাস৷ তাছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির ক’ষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি রাজেশ দাস, সমাজসেবী বিজেন্দ্র দত্ত মজমদার, সমাজসেবী রাজকুমার দেবনাথ ও মৎস্য দপ্তরের উপধিকর্তা ক্ষিতীশ দেববর্মা৷