স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৯ অক্টোবর।। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মোহনপুর পুর পরিষদ এবং আগরতলাস্থিত রামঠাকুর আশ্রমের যৌথ উদ্যোগে আজ মোহনপুর পুর পরিষদের অফিস প্রাঙ্গণে এক বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ বস্ত্রদান শিবিরে মোহনপুর পুর পরিষদ এলাকার ৪০০ জনকে ধূতি এবং ৩০০ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়৷ অন্য একটি অনুষ্ঠানে কালাছড়াস্থিত আর এল আর বিকস ইণ্ডাস্ট্রিজের উদ্যোগে ৩০০ জনের মধ্যে শাড়ি বিতরণ করা হয়৷ এই অনুষ্ঠানেও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন৷ মোহনপুর পুর পরিষদ অফিস প্রাঙ্গণে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, দুর্গাপূজায় সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে, স্বাস্থ্যবিধি মেনে উৎসবে সামিল হতে হবে৷ তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণে অনেকেই তাদের আত্মীয়পরিজন হারিয়েছেন৷
আমরা নিজেরা সচেতন হলেই এই মহামারির হাত থেকে আমরা রক্ষা পাব৷ তিনি বলেন, সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে৷ সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে৷ তবেই মানুষ আমাদের মনে রাখবে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন মতিলাল দাস, পশ্চিম ত্রিপুরার জিলা পরিষদের সদস্য মিঠুন চক্রবর্তী, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ সভাপতি জয়নাল দাস, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, শ্যামল দেবনাথ, তপন দত্ত প্রমুখ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন অনিতা দেবনাথ৷