নব রুপে সজ্জিত আগরতলা প্রেস ক্লাবের শীততাপ নিয়ন্ত্রিত ভবন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ অক্টোবর।। সোমবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্ধোধন হল নব রুপে সজ্জিত আগরতলা প্রেস ক্লাবের শীততাপ নিয়ন্ত্রিত ভবনের। এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলন করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার সহ অন্যান্যরা। পরে ফলক উন্মোচন করে নব রুপে সজ্জিত আগরতলা প্রেস ক্লাবের শীততাপ নিয়ন্ত্রিত ভবনের উদ্ধোধন করেন উপমুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠার পর তিনি আগরতলা প্রেসক্লাবে একটি সেমিনারে এসেছিলেন। সেই সেমিনার থেকে ফিরে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন আগরতলা প্রেসক্লাবের সংস্কার করার বিষয়ে। প্রতিটি শহরে যে প্রেসক্লাব থাকে সেইটি একটি ল্যান্ড মার্ক।

সুস্থ সাংবাদিকতা মানে সুস্থ সমাজ। তাই রাজ্য সরকারের প্রচেষ্টা থাকবে সংবাদ মাধ্যমকে সুস্থ রাখা, সামাজকে সুস্থ রাখার। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনা প্রকোপের মধ্যেও উন্নয়নের কাজ চলছে। ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু এখনো অনেক উন্নয়নের কাজ বাকি রয়েছে। বর্তমান সরকারের সামনে তিনটি চেলেঞ্জ রয়েছে বলেও জানান উপমুখ্যমন্ত্রী। এই চেলেঞ্জ গুলিকে নিয়েই সরকার চলছে। এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের সহযোগিতা কামনা করেন উপমুখ্যমন্ত্রী। সাংবাদ মাধ্যম ও সাংবাদিকদের জন্য অনেক গুলি ছোট বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। সাংবাদিকদের আবাসনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সংবাদ মাধ্যমের জন্য সহসাই নয়া বিজ্ঞাপন নিতি আসতে চলেছে। বর্তমান সরকার চাইছে সংবাদ মাধ্যমের উন্নতি। তার জন্য অনেক কিছু পরিবর্তন করা হচ্ছে।উপমুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমান সরকার যা বলে তা করে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর সংবাদ মাধ্যমের জন্য বিজ্ঞাপনের বাজেট বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সামজকে জাগ্রত রাখা ও সুস্থ রাখা সংবাদ মাধ্যমের কাজ।সাংবাদিকরা সমাজের পথ প্রদর্শক। রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে গেলে পথ প্রদর্শকের প্রয়োজন হয়।

উপমুখ্যমন্ত্রী আসা ব্যক্ত করেন আগরতলা প্রেসক্লাবে অনেক সাংবাদিক অর্থাৎ সমাজের পথ প্রদর্শক তৈরি হবে। তিনি আরও বলেন শুধু সাংবাদিকদের জন্য নয়, রাজ্য সরকার রাজ্যবাসীর জন্যও বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আড়াই বছরে সবকিছু স্পষ্ট হয়ে যাবে এমন নয়। পূর্বতন সরকারের ঋণের বোঝা মাথায় নিয়ে বর্তমান সরকার কাজ করছে। তার উপর করোনার প্রকোপ, রয়েছে আর্থিক সঙ্কট, তার মধ্যেও বর্তমান সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। বর্তমান সরকারের চিন্তা সাংবাদিকরা সমাজকে সুস্থ রাখে, সবল রাখে। তাদেরকে সাহায্য করলে সমাজের উপকার হবে। অপরদিকে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকার বলেন গত দুর্গাপুজার পর থেকে রাজ্যের সাংবাদিকদের জন্য অনেক কাজ করা হয়েছে। সাংবাদিকদের প্রেসজ্যাকেট প্রদান করা হয়েছে। সমগ্র রাজ্যের সাংবাদিকদের এই প্রেস জ্যাকেট প্রদান করা হয়েছে। সাংবাদিকদের আবাসন নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান করার জন্য উপমুখ্যমন্ত্রী নিকট দাবি জানান তিনি। তিনি আরও বলেন একটা সময় বাংলাদের থেকে লোক এসে আগরতলা প্রেসক্লাবে রাত্রি যাপন করতো। বর্তমানে তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। মাস্ক, সেনিটাইজার প্রদান করা হয়েছে। এইদিনের অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সকল সদস্য, সদস্যা, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্ণধার, সাংবাদিক ও সংবাদ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?