স্টাফ রিপোর্টার, কাঞ্চনপুর, ১৯ অক্টোবর।। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কাঞ্চনপুর বাজারে অভিযান চালানো হয়। এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। সোমবার কাঞ্চনপুর মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে ডি সি এম দিব্যেন্দু দাস সহ খাদ্য দপ্তরের আধিকারিকরা কাঞ্চনপুর থানার পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কাঞ্চনপুর বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। অভিযানকালে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এইদিনের অভিযানে প্রায় ৫ হাজার টাকার জরিমানা আদায় করা হয় বলে জানান আধিকারিকরা।