স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ অক্টোবর।। ১৮ অক্টোবর আমবাসা পিটিআই হলে ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার এক কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রীর যীষ্ণু দেববর্মা, জনজাতি মোর্চার ৯ বিধায়ক উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল রাজ্যের জনজাতিদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা। বিশেষ করে এডিসি নির্বাচনে জনজাতিদের উন্নয়নের ভূমিকা এবং আগামী কর্মসূচি কি হতে চলেছে তা আলোচনা হয়। এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ নভেম্বর থেকে বুথ চলো অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত কয়েক দশকের শরণার্থী পুনর্বাসনে ব্যবস্থা করা এবং জাম্পুইজলার যে সমস্যাটি ত্রিপুরা রাজ্য এবং মিজোরাম রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছিল সেই সমস্যার সমাধান করা হয়েছে। এর জন্য বর্তমান রাজ্য সরকারকে শুভেচ্ছা জানানো হয়েছে কার্য্যকারিনী বৈঠকে। সোমবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে জনজাতি মোর্চা কুতৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জনজাতি মোর্চার সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।
তিনি বলেন, এডিসি উন্নয়নে বর্তমান সরকার সহানুভূতিশীল। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এডিসি নিয়ে স্ট্যান্ডিং কমিটি উত্তর-পূর্বাঞ্চল পরিদর্শন করেছে। এবং এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করা হবে। ১২৫ তম সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে ৮ হাজার ৩৮৯ কোটি টাকা টি টি এ ডি সি -র অর্থ, শিক্ষা, সামাজিক, সংস্কৃতি উন্নয়নের জন্য প্যাকেজের আবেদন করা হয়েছে। যার জন্য রাজ্য সরকারকে জনজাতির মোর্চার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এদিন। পঞ্চদশ অর্থ কমিশনের মাধ্যমে ভিলেজ কমিশন গুলিতে সরাসরি অর্থ প্রদান শুরু হয়েছে। প্রতিটি ভিলেজ কমিশনকে গত জুলাই মাস থেকে ১৫ থেকে ১৬ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আর এই অর্থ প্রদান করা হচ্ছে ২ থেকে ৩ কিস্তিতে। পাশাপাশি এডিসি মহকুমার গুলি কাউন্সেলিং করে শহর গড়ে তোলা ব্যবস্থা সম্পর্কে বৈঠকে আলোচনা হয় এদিন।
বর্তমান সরকার সঠিক ব্যবস্থা নিচ্ছে এডিসি এলাকা উন্নয়নের স্বার্থে। অর্থাৎ সরকার পাহাড় উন্নয়নের জন্য কাজ করে চলেছে। ফলে পাহাড়ের মানুষ আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি-কে জয় করতে জনজাতি মোর্চাতে এগিয়ে আসছে বলে অভিমত ব্যক্ত করেন শ্রী ত্রিপুরা।তবে এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাবে বলেন আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এবং আইপিএফটি জোট পরিস্থিতির উপর নির্ভর করবে। রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে এ বিষয়ে যে সিদ্ধান্ত হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানান তিনি। এইদিনের সাংবাদিক সম্মেলনে জনজাতি মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ রেবতী কুমার ত্রিপুরা এডিসি এলাকার উন্নয়নে এবং জনজাতিদের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার কি কি কাজ করছে তা তুলে ধরেন। তিনি আরও বলেন এডিসি এলাকার বাইরে নগর পঞ্চায়েত , পুর পরিষদ, পুর নিগম রয়েছে। কিন্তু এডিসি এলাকায় এমনটা নেই। পূর্বতন সরকারের সময়ে এই বিষয়ে কোন চিন্তা ভাবনা করা হয়নি। জনজাতি মোর্চার আগামি দিনে এই বিষয়েও দাবি জানাবে। এই নিয়ে আলোচনা চলছে। এছাড়াও তিনি জানান আসন্ন এডিসি নির্বাচনে জনজাতিরা বিজেপি-কে ভোট দেবে উন্নয়নের নিরিখে।