স্টাফ রিপোর্টার, বক্সনগর, ১৯ অক্টোবর।।সিপাহীজলা জেলার বক্সনগর বাইক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম দেবাশীষ দেববর্মা।সংবাদ সূত্রে জানা গেছে বাইক নিয়ে যাওয়ার সময় বেনুয়ারচর বাজার এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন দেবাশীষ দেববর্মা নামে ওই যুবক। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে থেকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।জিপি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দেবাশীষ দেববর্মা নামে ওই যুবক।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য রাজ্যে প্রথম ঘটনা প্রতিদিন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।প্রতিদিন এই রাজ্যের কোথাও-না-কোথাও পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। পরিস্থিত এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে তাতে পরিবারের কোনো সদস্য ঘর থেকে বের হয়ে গেলে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের লোকজন রা আতঙ্কে থাকতে বাধ্য হচ্ছেন।