স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৯ অক্টোবর।। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশালগড়ে। রবিবার রাতের কোন এক সময়ে চোরের দল হানা দেয় প্রাক্তন খাদ্যমন্ত্রী মতিলাল সাহার বিশালগড় থানা সংলগ্ন বাড়িতে। চোরের দল দুটি ঘরের দরজা ভেঙে ঘরের যাবতীয় জিনিসপত্র এলোমেলো করে দেয়। তিনটি আলমিরা ভেঙেও খুঁজে পায়নি স্বর্ণ কিংবা নগর টাকা। তবে নষ্ট করে দিয়েছে আসবাবপত্র। বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার সকালে। তাদের গাড়িচালক তথা বাড়ির পাহারাদার অপু দেবনাথ সকালে এসে বুঝতে পারে বাড়িতে চুরি হয়েছে। খবর পেয়ে আগরতলা থেকে ছুটে যায় মতিলাল সাহাসহ পরিবারের অন্যান্যরা। ঘটনার খবর পেয়ে যায় বিশালগড় থানার পুলিশ।