স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ অক্টোবর।। ত্রিপুরায় দুর্গোৎসবে কেন্দ্রীয়ভাবে নৈশ কার্ফু জারির কোন সিদ্ধান্ত হয়নি। আজ এ-কথা সাফ জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে, প্রয়োজনের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা শাসক এ-বিষয়ে পদক্ষেপ নিতে পারবেন।আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানী আগরতলা সহ ত্রিপুরায় অপরাধের সংখ্যা কমেছে। তাছাড়া আগরতলায় ইনটিগ্রেটেড কমান্ড কন্ট্রোল ব্যবস্থা চালুর ফলে সবসময় আইন শৃঙ্খলা রক্ষায় পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন দুর্গাপূজায় কেন্দ্রীয়ভাবে নৈশ কাফু জারির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। মুখ্যসচিব দুর্গোৎসব সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছেন। তবে, স্ব স্ব জেলা শাসক-রা প্রয়োজনের ভিত্তিতে কার্ফু জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।মুখ্যমন্ত্রী শ্রীদেব আসন্ন দুর্গাপূজায় সকলকে করােনা সংক্রমণ রােধে প্রয়ােজনীয় নিয়মবিধি মেনে চলার আহ্বান জানান। মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা ও ট্রাফিক আইন মেনে চলার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি অনুরােধ জানান।