স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ অক্টোবর।। করোনা-র প্রকোপের মাঝে দুর্গোৎসবে-র আনন্দ-উল্লাসে বাঁধা হয়ে দাঁড়াবে প্রকৃতিও। মুখ ভার থাকবে আকাশে-র। কারণ, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ষষ্টি থেকে অষ্টমী ত্রিপুরায় বৃষ্টিপাত হবে। তবে, নবমী ও দশমী তুলনামূলক বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের প্রেস বিবৃতি অনুসারে, বঙ্গোপসাগরের মধ্যাংশ এবং আশপাশে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ত্রিপুরায় বৃষ্টিপাত হবে।
তার প্রভাবে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ত্রিপুরায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ অক্টোবর দুই-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেমনি, ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ২৫ ও ২৬ অক্টোবর বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে।স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে, দুর্গোৎসবে আনন্দে বৃষ্টিপাতে ছন্দপতন হবে। এমনিতেই, করোনা মানুষের মনে আতঙ্ক তৈরি করে রেখেছে। ফলে, করোনা ও প্রকৃতি-র দ্বিফলায় উৎসবের আনন্দে ভাটা পড়বে, তা অস্বীকার করার উপায় নেই।