অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। ভারতে করোনার ধারা এখনও অব্যাহত। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতি এলেও এখনও পুরোপুরি নির্মূল হয়ে যায়নি করোনা। মনে করা হচ্ছে উৎসবের মরসুম এবং শীতকালে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। বিশ্বের বিভিন্ন দেশে করোনা তার চরিত্র বদল করে চলেছে। কিন্তু এই প্রসঙ্গে স্বস্তির কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন।
রবিবাসরীয় সকালে তিনি জানিয়েছেন যে ভারতে করোনা তার চরিত্র বদল করেনি। রবিবার সংবাদ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা: হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতে করোনা ভাইরাসের চরিত্র পরিবর্তনের কোন সন্ধান এখনও মেলেনি।খবরের কাগজ থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে এমন ধরনের প্রচারকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে হর্ষবর্ধন জানিয়েছেন, খবরের কাগজের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ায় এমন কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। নিজের উদাহরণ টেনে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে করোনা মহামারীর মধ্যেও তিনি নিয়মিত খবরের কাগজ পড়ে চলেছেন।
ভারতে একাধিক সংস্থা করোনা প্রতিশোধক বানাতে ব্যস্ত কিন্তু তার মধ্যে এগিয়ে রয়েছে সেরাম ইন্ডিয়া এবং ভারত বায়োটেক।আগামী কয়েক মাসের মধ্যেই প্রতিষেধক মিলবে। বর্তমানে দেশজুড়ে প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।