অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। এবার পুজোয় বাংলার ওয়েব দুনিয়ায় আসছে নতুন গোয়েন্দা। ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবু, সোনাদাদের ভিড়ে এবার রহস্যের সমাধান খুঁজতে মরিয়া এক মহিলা গোয়েন্দা। অবশ্য নিজেকে গোয়েন্দা বলতে নারাজ তিনি। “আমি কিন্তু গোয়েন্দা নই।
পেশায় যেহেতু ইতিহাসের অধ্যাপক সেকারণে, তাই একটু রহস্যের গন্ধ পেলে কৌতুহলী হয়ে পড়ি।“ এভাবেই নিজের পরিচয় দিলেন দময়ন্তী। শনিবার মুক্তি পাওয়া ওয়েব সিরিজ দময়ন্তীর ট্রেলারে মহিলা গোয়েন্দার ভূমিকায় দেখা গেল অভিনেত্রী তুহিনা দাসকে।
দময়ন্তীর ট্রেলারের শুরুটা দময়ন্তী অর্থাৎ তুহিনা দাসকে দিয়ে হলেও ট্রেলারের পরবর্তী ধাপে উঠে এসেছে একাধিক চরিত্র। প্রেম, খুন, রহস্য, রোমাঞ্চ, যৌনতায় বেশ জমজমাট দময়ন্তীর ট্রেলার।
পরিচালক জুটি অরিত্র সেন এবং রোহন ঘোষের এই সিরিজ আগামী ২২ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ দেখা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমৃতা চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ। রয়েছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, গৌতম পুরকায়স্থ এবং অর্পণ ঘোষাল। বাংলা ছবির দুনিয়ায় মহিলা গোয়েন্দা প্রায় নেই বললেই চলে। যদিও বা গত বছর পরিচালক অরিন্দম শীলের হাত ধরে বাংলা ছবিতে মিতিন মাসিকে পেয়েছিল দর্শকরা।
এমনকি টিভির দুনিয়াতেও গোয়েন্দা গিন্নিকে বেশ পছন্দ করেছেন দর্শকরা। কিন্তু বাংলা ওয়েব সিরিজে এখনও পর্যন্ত কোনও মহিলা গোয়েন্দার আবির্ভাব হয়নি। তবে এখনও পর্যন্ত যেটা হয়নি, এবার সেটাই ঘটতে চলেছে বাংলা ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর দৌলতে।