স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ কমিউনিস্ট পার্টির ১০১ তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে শনিবার ঢুকলি সিপিআইএম অঞ্চল অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠান চলাকালে দুস্কৃতিকারীরা সিপিআইএম পার্টি অফিসে হামলা সংগঠিত করে৷ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম৷এ ধরনের ঘটনার মধ্য দিয়ে রাজ্যের শাসক দল বিজেপি বিরোধী দলের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু করেছে বলেও তারা অভিযোগ করেছেন৷
অবিলম্বে এ ধরনের কার্যকলাপ বন্ধ করা না হলে বিরোধী দল বৃহত্তম আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷বিশেষ করে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাসক দলের দুর্বৃত্তদের হামলা খুবই নিন্দনীয় বলে উল্লেখ করা হয়৷ এ ধরনের ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের শামিল বলে অভিযোগ করা হয়েছে৷
এ ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না হলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাকর আকার ধারণ করতে পারে বলেও অভিমত ব্যক্ত করেছে সিপিআইএম৷
ধারাবাহিকভাবে সিপিআইএমপার্টি অফিসে হামলা এবং দলীয় নেতাকর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা অব্যাহত থাকলে বিরোধী দল বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনার নিন্দা জানিয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ সিপিআইএম পার্টি অফিসে হামলার ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের৷অবিলম্বে অভিযুক্তদের চিহ্ণিত করে গ্রেপ্তারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন ছাড়া দলের সামনে বিকল্প কোনো পথ খোলা নেই বলে স্থানীয় নেতারা অভিমত ব্যক্ত করেছেন৷ এদিকে আমতলি থানা সংলগ্ণ এলাকায় সিপিএম’র পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ধারালো অস্ত্র, রড, লাঠি ইত্যাদি৷ সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে, পাঁচ জনকে৷ তারা হল, অরিন্দম বিশ্বাস, রাজকুমার চৌধুরী, সুব্রত চক্রবর্তী, নারায়ণ দেব ও সুশান্ত চৌধুরী৷