স্টাফ রিপোর্টার, চুড়াইবাড়ি, ১৮ অক্টোবর।। ব্যবসার কাজে চলতি মাসের গত ৭ তারিখ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি আব্দুল মালিক। এই বিষয়ে তার স্ত্রী চুড়াইবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ঘটনায় প্রকাশ,চলতি মাসের গত ৭ তারিখ চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়ীর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিক ব্যবসার কাজে অমরপুরের নতুনবাজার গিয়ে ছিলেন।
কিন্তু সেখান থেকে গত ৯ তারিখ শেষ বারের মত স্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করেন। তারপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে । কোন যোগাযোগ করতে পারেননি স্ত্রী জাসমিনা বেগম। অনেক খোঁজ খবর নেওয়ার পরও যখন নিখোঁজের কোনো হদিস পাওয়া যায়নি । অবশেষে চুড়াইবাড়ি থানায় নিখোঁজের স্ত্রীর একটি নিখোঁজ ডায়েরি করেন। চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস নতুন বাজার থানা সহ ওই এলাকার বেশ কয়েকটি থানায় ম্যাসেজ পাঠান। তবে এখনো নিখোঁজের কোন সন্ধান পাওয়া যায়নি।