অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। রাজ্যের পাশাপাশি বঙাইগাঁও জেলার যোগীঘোপাবাসীর জন্য সুখবর। যোগীঘোপায় স্থাপন করা হবে দেশের প্ৰথম আন্তর্জাতিক বহুমুখি বাণিজ্য সরবরাহ কেন্দ্ৰ বা মাল্টি মডেল লগিস্টিক পাৰ্ক। যোগীঘোপার অশোক কাগজ কলের ভূমিতে নিৰ্মাণ করা হবে এই বহুমুখি কেন্দ্ৰটি।
আগামী ২০ অক্টোবর ভিডিও কনফারেন্সিঙের মাধ্যমে মাল্টি মডেল লগিস্টিক পাৰ্কের শিলান্যাস করবেন কেন্দ্রীয় ভূতল পরিবহণ, জাতীয় সড়ক এবং ক্ষুদ্ৰ, লঘু ও মধ্যম শিল্প মন্ত্ৰী নীতিন গডকড়ি। প্রস্তাবিত ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল সহ রাজ্য এবং সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে হাতে আছে আর দুদিন মাত্র।
তাই ২০ অক্টোবর শিলান্যাস অনুষ্ঠানকে সফল করতে যোগীঘোপায় ব্যাপক প্ৰস্তুতি শুরু হয়েছে। উল্লেখ্য, প্রস্তাবিত আন্তর্জাতিক বহুমুখি বাণিজ্য সরবরাহ কেন্দ্ৰটি স্থাপন হলে যোগীঘোপা পর্যন্ত দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানির আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে।