স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৮ অক্টোবর।। বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসা পি,আর,টি, আই হলে। রবিবার মূলত এডিসি নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে এদিনের এই কার্যকারীনি বৈঠক। এদিনের বৈঠকের সূচনা করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জনজাতি মোর্চার নেতৃত্বরা এই বৈঠকে অংশগ্রহণ করে। এক সাক্ষাৎকারে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন এডিসি নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক। মূলত নির্বাচনের রণকৌশল তৈরি করা হবে বৈঠকে। সোমবার এই বৈঠক শেষে আগরতলায় সাংবাদিক সম্মেলন করে বাকী বিষয় জানানো হবে বলে জানান তিনি। বিজেপি সর্ব শক্তি দিয়ে নির্বাচনে লড়াই করবে বলে জানান তিনি।
বিগত সরকার জনজাতিদের কোন উন্নয়ন করেনি। সেই কারনে রাজ্যের জন জাতিদের এই করুন অবস্থা বলে জানান জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা। এই করুন অবস্থায় অবসান ঘটাতে এডিসিতে বিজেপি ক্ষমতাসীন করার আহবান জানান তিনি।