স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর।। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। বাজার গুলির নিয়ন্ত্রণের বিষয়ে সরকার কঠোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেই সুযোগকে কাজে লাগিয়ে একাংশের অতি মুনাফা লোভী ব্যবসায়ী দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধি ঘটে চলেছে।কৃত্রিম সংকট তৈরি করেও দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে বলে এসইউসিআই নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।
প্রশাসন বাজারের দিকে সতর্ক দৃষ্টি রাখলে এ ধরনের মূল্যবৃদ্ধির ঘটনা কোনভাবে ঘটত না বলে তারা মনে করেন।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার এবং প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসইউসিআই রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যও তারা আহ্বান জানিয়েছেন।আলু পিয়াজ সহ বিভিন্ন সামগ্রী মূল্য বৃদ্ধির বিষয়ে উল্লেখ করেন সংগঠনের নেতৃবৃন্দ বলেন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাতে গরিব মানুষের পক্ষে এসব সামগ্রী কিনে নেওয়া সম্ভব নয়।একদিকে করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করেছে।
এই সংকটজনক পরিস্থিতির ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে পরিবেশের মানুষ অসহায় হয়ে পড়েছেন।এ ধরনের পরিস্থিতি চলতে থাকে গরিব অংশের মানুষের পরিবারে অনাহার-অর্ধাহারে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াবে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।এ বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।