স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর।। ১০,৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকরা চাকুরির দাবিতে মুখ্যমন্ত্রী সাথে দেখা করলে চাকুরিচ্যুত শিক্ষকদের ২ মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ -এর ১৫ দিন অতিক্রান্ত হয়ে গেলে সরকারের কোন প্রেস বিজ্ঞপ্তি পরিলক্ষিত হচ্ছে না। তাই আগামী ২০ অক্টোবর রাজ্যের খুমুলুঙ –তে নওয়াই হলে চাকুরিচ্যুত শিক্ষকদের এক রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আর সেই সম্মেলন থেকে সিদ্ধান্ত হবে আগামী আন্দোলন কর্মসূচি। আন্দোলন কর্মসূচি হবে সম্পন্ন ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান জাস্টিস ফর ১০,৩২৩ টিচার্স যুগ্ম আহবায়ক অজয় দেববর্মা। দাবি হবে একটাই সরকারি চাকুরিতে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করতে হবে। কোন রকম আউট সোর্সিং –তে সরকার নিয়োগ করতে চাইলে হবে না। আর সেই আন্দোলন কর্মসূচিতে চাকুরিচ্যুত শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহবান জানান তিনি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্হিত ছিলেন, আহবায়ক প্রশান্ত দেববর্মা।