অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। উত্তরপ্রদেশে নারী নির্যাতন রুখতে শনিবারই মিশন শক্তি কর্মসূচির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরই মাঝে উত্তরপ্রদেশে এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনীতি।
উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক লোকেন্দ্র প্রতাপ সিং ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী নির্যাতনে অভিযুক্ত এক ব্যক্তিকে জোর করে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার। সেই ঘটনা উল্লেখ করেই যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি।
রবিবার এক টুইট বার্তায় এই ঘটনার উল্লেখ করে রাহুল লেখেন, বেটি বাঁচানোর কথা বলা হলেও বিষয়টা ক্রমে হয়ে দাঁড়াচ্ছে অপরাধী বাঁচাও। একা রাহুল নন, প্রিয়াঙ্কা গান্ধিও সরব হয়েছেন এই ঘটনার বিরুদ্ধে। টুইটারে হিন্দিতে এদিন প্রিয়াঙ্কা লেখেন, মুখ্যমন্ত্রী কি বলবেন এটা কোন মিশনের অন্তর্গত? কন্যা বাঁচাও নাকি অপরাধী বাঁচাও?