স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ অক্টোবর।। পুজোর চাঁদাকে কেন্দ্র করে গাড়ির চালককে মারধর, ছিনতাই করা হয় এটিএম কার্ড সহ গাড়ির পণ্য সামগ্রী। এই অভিযোগ বিশালগড় জাঙ্গালিয়া স্থিত বিশ্ব প্রিয়া ক্লাবের বিরুদ্ধে। শনিবার রাতে বাইখোরা থেকে গান্ধীগ্রামে রাবার শিট নিয়ে যাবার সময় বিশালগড় জাঙ্গালিয়া স্থিত বিশ্বপ্রিয়া ক্লাবের সামনে আসলে গাড়িটি আটক করে যুবকরা । পুজোর চাঁদা দেবার জন্য চালকের কাছে মোটা অংকের টাকা দাবি করে বলে অভিযোগ।
চালকের সামর্থ্য অনুযায়ী চাঁদা ক্লাব কর্তৃপক্ষকে দিলে ক্লাব কর্তৃপক্ষ গাড়িতে কি পণ্য সামগ্রী রয়েছে জানতে চান। এরপর গাড়ি থেকে রাবারের সিট ছিনতাই করতে শুরু করে তারা বলে অভিযোগ। এতে তাদেরকে বাধা দিলে চালককে বেধড়ক মারধর করা হয়। তাছাড়া তার পকেট থেকে টাকা ,এটিএম কার্ড ছিনতাই করে বলে অভিযোগ ।
এক টন রাবার লুট করা হয় বলে অভিযোগ।এখন প্রশ্ন হচ্ছে প্রশাসন বারবার সতর্ক করে দিয়েছিলেন আগে থেকেই যেন কোন ক্লাব কর্তৃপক্ষ কাউকে পূজার চাঁদার জন্য চাপ সৃষ্টি না করে। সেই নির্দেশকে উপেক্ষা করে এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় ক্ষোভ বাড়ছে যান চালকদের মধ্যে।রবিবার লড়ির মালিক ও রাবার ব্যবসায়ী দারস্থ হয় বিশালগড় থানার। তারা যথেষ্ট ক্ষতি পূরণ সহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।