মঙ্গলে মার্কিনিদের মানুষ পাঠানোর স্বপ্ন দেখালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। পৃথিবীর প্রথম দেশ হিসেবে গত শতাব্দীর ষাটের দশকে চাঁদে মানুষ পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার পৃথিবীর প্রথম দেশ হিসেবে মঙ্গলে মার্কিনিদের মানুষ পাঠানোর স্বপ্ন দেখালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি চাঁদে মহিলা নভশ্চর পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার উইসকনসিনের জানেসভিলে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, চাঁদে মহিলা নভশ্চর পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র।একইভাবে মঙ্গলে পৃথিবীর প্রথম দেশ হিসেবে মানুষ পাঠাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল এখন লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছে দেশ। উল্লেখ করা যেতে পারে মার্কিনী রাজনীতিতে মহাকাশ বিজ্ঞান এবং অভিযান অতি গুরুত্বপূর্ণ বিষয়।দি গ্রেট আমেরিকান ড্রিমে বিশ্বাসী মার্কিনিরা মনে করে রাষ্ট্রের শক্তি প্রদর্শনের এবং মনুষ্য জাতির স্বার্থে মহাকাশ গবেষণাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

গত শতাব্দীর পাঁচ এবং ছয়ের দশকে সাবেক সোভিয়েত রাশিয়ার সঙ্গে মহাকাশ নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিনিদের মহাকাশ এবং চাঁদে অভিযানের উপর গুরুত্ব দিয়েছিলেন।এমনকি গোটা বিশ্বে সেই সময় দুই শক্তিধর রাষ্ট্র সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ যুদ্ধের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। নতুন শতাব্দীতে মার্কিনিদের মঙ্গলে মনুষ্য অভিযানের স্বপ্ন দেখালেন ডোনাল্ড ট্রাম্প।বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স সিইও এলেন মাস্ক শুক্রবার জানিয়েছেন স্টারশিপ পুনর্ব্যবহারযোগ্য ভিহিকেল ব্যবহার করে চার বছরে মধ্যে মঙ্গলে মনুষ্যহীন অভিযান করা হবে।মার্কিন সরকারী গবেষণা সংস্থা নাসা জানিয়েছে মঙ্গলে মার্কিনি স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বারোটির বেশি কোম্পানিকে বরাত দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?