স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ অক্টোবর।। আর্ট অফ লিভিং প্রতি মুহূর্তে আর্তের সেবায় সমাজের সঙ্গে দাড়িয়ে রয়েছে। রাষ্ট্র নির্মাণে এই সংস্থার ভুমিকা অপরিসীম। দেশের বাইরেও আর্ট অফ লিভিং-এর বিস্তার রয়েছে। রাজ্যেও আর্ট অফ লিভিং ব্যক্তি নির্মাণের সঙ্গে সঙ্গে সমাজ নির্মাণে কাজ করছে।
রবিবার আর্ট অফ লিভিং ত্রিপুরা সংস্থার পক্ষ থেকে আসন্ন দুর্গা পুজা উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্রদান উৎসবে উপস্থিত হয়ে এই কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক। রাজধানীর বনমালীপুরস্থিত জ্ঞান মন্দিরে অনুষ্ঠিত হয় এই বস্ত্র দান উৎসব। সাংসদ প্রতিমা ভৌমিক সহ উপস্থিত অন্যান্য অতিথিরা আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের হাতে বস্ত্র তুলে দেন।