বাম জমানায় রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও শাস্তির দাবিতে রপুলিশ মহানির্দেশককে গণডেপুটেশন যুব মোর্চার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ বিগত সরকারের শাসনকালে রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও শাস্তির দাবিতে রাজ্য পুলিশ মহানির্দেশক কাছে গণডেপুটেশন প্রদান করল ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে যুব মোর্চার কর্মী ,সমর্থক ও নেতৃত্বদের একটি মিছিল শহর পরিক্রমা করে৷ এই মিছিলে অংশ নেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷

দীর্ঘ ২৫ বছর রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট৷ সে সময় বিরোধীদের উপর বুলডোজার চালিয়েছে তারা৷ মানুষকে বাকরুদ্ধ করে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে৷ ঋষ্যমুখের মতো জায়গায় কাচের গুঁড়ো খাইয়ে বিরোধী দলের কর্মী-সমর্থকদের হত্যা করা হয়েছে৷ এরাই এখন শহরে এসে বলছে বিজেপির আমলে সন্ত্রাস হচ্ছে৷ বর্তমান সরকারের আমলে আড়াই বছরে একটিও রাজনৈতিক হত্যা হয়নি৷ অথচ পূর্বতন সরকারের আমলেই স্বদলীয় বিধায়ককে খুন করা হয়েছে৷ এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে একথা বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়৷

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক এর কাছে তারা দাবি জানায় বিগত ২৫ বছর ধরে এই হত্যার পর যে সমস্ত  পরিবার বিচার পায়নি , যে সমস্ত পরিবার নিপীড়িত, তাদের ন্যায়বিচার পাইয়ে দিতে মামলাগুলি আবার পুনরায় উন্মোচন করে তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের৷ এই কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে গিয়ে দুই দফা দাবি সনদ তুলে দেন৷ গনডেপুটেশন প্রদান কর্মসূচীতে বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?