স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ অক্টোবর।। ন্যায় বিচারের দাবিতে মেয়েকে নিয়ে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের পাশে আমরণ অনশনে বসলেন বৃদ্ধ বাবা। বিশালগড় থানার অন্তর্গত চরিলাম আরডি ব্লকের আরালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজিব কলোনি কালি টিলা এলাকার বাসিন্দা নেপাল দেবনাথ। ওনার মেয়ে শিল্পী দেবনাথকে বিয়ে দিয়েছিলেন বিশালগড় কদমতলী এলাকায়। দুই বছর ধরে স্বামীর অত্যাচারের জন্য শিল্পী বাপের বাড়িতেই থাকেন এক সন্তানকে নিয়ে।
উল্লেখ্য রাজিব কলোনি এলাকার অনিল দেবনাথের ছেলে শিবু দেবনাথ। শিবু দেবনাথ বুধবার রাতে শিল্পী দেবনাথকে বাড়িতে গিয়ে মারধর করে বলে অভিযোগ। এই নিয়ে শিল্পীর বাবা নেপাল দেবনাথ প্রথম অবস্থায় আরালিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য এবং আরালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিষয়টি জানান। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি।
বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন নেপাল দেবনাথ। কিন্তু পুলিসও এক প্রকার নিরব দর্শকের ভুমিকা পালন করছে। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে বৃদ্ধ নেপাল দেবনাথ রবিবার সকালে মেয়েকে নিয়ে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম বাসস্ট্যান্ডের বিপরীত সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের পাশে আমরণ অনশনে বসেন ন্যায় বিচারের দাবিতে। আচমকা চরিলাম মোটর স্ট্যান্ডের পাশে এই দৃশ্য দেখে চরিলাম বাজার এলাকার মানুষ সেখানে ভিড় জমায়। এখন দেখার পুলিশ কি ভুমিকা পালন করে? বৃদ্ধ বাবা আদৌ ন্যায় বিচার পায় কিনা?