স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ অক্টোবর।। তেলিয়ামুড়া শহরের পাশাপাশি স্বল্প পরিসরে হলেও সীমিত খরচের মধ্যে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে ১৮ মুড়া পাহাড় এর মুঙ্গিয়াকামি ব্যবসায়ী সমিতির সদস্যদের দ্বারা। বিগত দিনে আড়ম্বরপূর্ণ অবস্থায় পুজো গুলি হতে দেখা গেলেও, এবার চিত্রটা ভিন্ন। তারপরেও এলাকার জনগণের কথা মাথায় রেখে এলাকার যুবকরা ও ব্যবসায়ীরা পুজোয় মেতে উঠবেন আঠারমুরা পাহাড়ে। যাতে এবারের পুজোয় আনন্দ মুহূর্তটা নিজেদের গ্রামে সীমাবদ্ধ রাখা যায়। উদ্যোক্তারা জানান বিগত বছর খুব আলোক সজ্জা করে বাজার এলাকা সাজিয়ে তোলা হয়েছিল। কিন্তু এবছর করোনা পরিস্থিতি মোকাবেলায় অনেকেই কাজহীন কর্মহীন হয়ে পড়েছে। নেই হাতে খরচ করার মতো টাকা।
কিভাবে করবে পূজার আনন্দ উপভোগ। এরপরেও বাজারের ব্যবসায়ীরা ও পূজা কমিটির যুবকরা নিজেদের টাকা দিয়েই এই পুজো করছে। এছাড়াও জানা যায় এই মুঙ্গিয়াকামী বাজার এলাকায় বিগত দিনে তিনটি পুজো হয়েছিল। এবছর তিনটি পুজো মিলে একটি পুজো হবে। তবে সম্পূর্ণ সরকারের নিয়ম নির্দেশিকা মেনেই পূজা কমিটির সদস্যরা পুজো করবেন বলে জানান।