অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর।। চলতি আইপিএলে তাঁর ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই বলতে শুরু করেছিলেন, অস্ট্রেলিয়াগামী ভারতীয় দলে জায়গা পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে শিখর ধাওয়ানের। শনিবার সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন তিনি।
৫৮ বলে অপরাজিত ১০১ রান করে দলকে উপহার দিলেন মধুর জয়। আগে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের ১৭৯-৪ এর জবাবে দিল্লি ক্যাপিটালসের রান ১৮৫-৫। এক বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে প্লে-অফের রাস্তায় আরও এক ধাপ এগিয়ে গেল শ্রেয়স আইয়ারের দল।
ম্যাচের সেরার পুরস্কার নিয়ে ধাওয়ান বলেছেন, “১৩ বছর ধরে আইপিএল খেলছি। এই প্রথমবার সেঞ্চুরি পেলাম। ফলে এই আনন্দা একটু বিশেষ ধরনের। আসলে আমার ব্যাটিং মোটেও খারাপ হচ্ছিল না, শুধু বড় রান করতে পারছিলাম না। সেটা একবার পেয়ে গেলে কাজটা সহজ হয়ে যায়। আশা করি, এই সেঞ্চুরি পরের ম্যাচেও আমাকে বড় রান করতে অনেকটাই সাহায্য করবে।”
দিল্লি তারকা জানিয়েছেন, ফিটনেস বাড়ানোর সঙ্গে নিজেকে শরীর এবং মনের দিক থেকে তরতাজা রাখতে পেরেই তিনি এই সাফল্য পেলেন। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়সও জানিয়েছেন, তাঁর বিশ্বাস ছিল উইকেটে ধাওয়ান টিকে থাকলে ম্যাচ বেরিয়ে আসবে। তিনি বলেছেন, “খুবই চাপে ছিলাম। আবার এটাও জানতাম উইকেটে ধাওয়ান থাকলে ম্যাচ বেরিয়ে আসবে।
তবে অক্ষর শেষ ওভারে যেভাবে ছয়গুলো মারল, সেটা আমাদের সকলকে বিস্মিত করে দিয়েছে। এতেই সকলে বুঝতে পারবেন, আমাদের দলের প্রত্যেক ক্রিকেটার কীভাবে আইপিএলের প্রস্তুতি নিয়েছেন।” শিখরের দুর্দান্ত সেঞ্চুরির রাতে ব্যাট হাতে চমক দিলেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলও। তিনি পাঁচ বলে ২১ রান করে অপরাজিত থেকে যান।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। রবীন্দ্র জাজেদার ওভারে তিনটি ছয় হাঁকালেন অক্ষর। রুদ্ধশ্বাস ম্যাচের ফয়সালা হয়ে গেল এক বল বাকি থাকতেই। অনেকেই মনে করছেন, শেষ ওভারে ডোয়েন ব্র্যাভোকে নিয়ে আসা উচিত ছিল ধোনির। যদিও সিএসকে অধিনায়ক জানিয়েছেন, বোলিং করার মতো জায়গায় ছিলেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার।